যুক্তরাষ্ট্রের গত দুই নির্বাচনের সঙ্গে এবারের পার্থক্য

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে ফেরার দ্বারপ্রান্তে রয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্যে তার বিজয়ের আভাসে তা নিশ্চিত হতে দেখা যাচ্ছে। ২০১৬, ২০২০ ও ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনি লড়াইয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিবর্তন এসেছে। বুথ ফেরত জরিপের তথ্য বিশ্লেষণ করে এক প্রতিবেদনে পরিবর্তনগুলো তুলে ধরেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সিএনএন-এর এক্সিট পোলের ফলাফল ২০১৬, ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধারা প্রকাশ করেছে। ২০২৪ সালের নির্বাচনে খারাপ অর্থনৈতিক পরিস্থিতি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। প্রচেষ্টা সত্ত্বেও তিনি নারীদের সমর্থন বৃদ্ধি করতে পারেননি। যদিও গর্ভপাতের অধিকারের পক্ষে সমর্থন বেড়েছে। তবে, লাতিনো পুরুষরা ট্রাম্পের দিকে ঝুঁকেছে। ২০১৬ সালের তুলনায় এখানে বেশ পার্থক্য।

 

 

 

নারী ও পুরুষ ভোটারের বিভাজন ২০২৪ সালে নারীদের মধ্যে হ্যারিসের সমর্থন থাকলেও তা ২০১৬ বা ২০২০ সালের তুলনায় বেশি ছিল না। বিশেষত, ট্রাম্প পুরুষদের মধ্যে সমর্থন বজায় রেখেছিলেন। ট্রাম্পের প্রতি লাতিনো পুরুষদের সমর্থন ২০১৬ সাল থেকে লাতিনো ভোটারদের, বিশেষত পুরুষদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে, বাইডেন এদের বেশিরভাগ ভোট পেয়েছিলেন। কিন্তু ২০২৪ সালে তারা ট্রাম্পের দিকে ঝুঁকেছেন। তবে, লাতিন নারীরা এখনও হ্যারিসের পক্ষে সমর্থন দিয়েছেন। যদিও তা আগের তুলনায় কম। জাতিগত সমর্থন ২০২৪ সালে হ্যারিস কৃষ্ণাঙ্গ পুরুষ ও নারীদের মধ্যে শক্তিশালী নেতৃত্ব বজায় রেখেছিলেন। তবে, শ্বেতাঙ্গ পুরুষদের মধ্যে ট্রাম্পের আগের মতো নিরঙ্কুশ আধিপত্য ছিল না। শ্বেতাঙ্গ কলেজ-শিক্ষিত ভোটারদের মধ্যে হ্যারিসের সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে কলেজ-শিক্ষিত শ্বেতাঙ্গ নারীদের মধ্যে তিনি প্রায় ২০ পয়েন্ট এগিয়ে রয়েছেন। যা বাইডেন বা ক্লিনটনের তুলনায় ভালো। ট্রাম্পের পক্ষে যুব ভোটারদের ঝুঁকে পড়া ২০২৪ সালে ডেমোক্র্যাটদের সবচেয়ে বিশ্বাসযোগ্য ভোটার গ্রুপ, অর্থাৎ যুব ভোটারদের কিছুটা সমর্থন কমেছে। যা ডেমোক্র্যাটদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায়। তবে, প্রবীণ ভোটারদের মধ্যে কিছুটা পরিবর্তন ঘটেছে। এক্ষেত্রে হ্যারিস কিছুটা বেশি সমর্থন পেয়েছেন। গ্রামীণ এলাকায় ট্রাম্পের সমর্থন পুনরুদ্ধার ২০২০ সালে গ্রামাঞ্চলে কিছুটা সমর্থন হারানোর পর, ট্রাম্প ২০২৪ সালে সেখানে পূর্ণ শক্তি নিয়ে ফিরে এসেছেন। শহরগুলো এখনও ডেমোক্র্যাটদের কাছে রয়ে গেছে। কিন্তু উপশহরগুলোতে সমর্থন এবার পুনরায় ট্রাম্পের দিকে ঝুঁকে গেছে। অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব ২০২০ সালে অর্থনীতির অবস্থা নিয়ে ভোটারদের মধ্যে বিভক্ত মতামত ছিল। যদিও ওই সময় করোনাভাইরাস মহামারি ছিল। তবে ২০২৪ সালে দুই-তৃতীয়াংশ ভোটারই অর্থনীতির অবস্থা খারাপ বলে মত দিয়েছেন। এই পরিস্থিতি ট্রাম্পের পক্ষে কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *