স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, অপরাধী যেই হোক, কোনও অবস্থাতেই তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যত প্রতাপশালী হোক, যে দলেরই হোক ছাড় পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, তারা অনেকেই ঢাকার অলিগলি চেনেন না। সে জন্য একটু সময় দিতে হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ঢাকার মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের আজকের মিটিং ছিল। এই মিটিংয়ে পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, তবে কীভাবে আরও উন্নত করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন-মোহাম্মদপুর এলাকা খুবই ঝামেলাপূর্ণ ছিল। এখন আগের চেয়ে অনেক শান্ত রয়েছে।’ মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ট্রাফিক বা যানজট নিয়েও সমস্যা রয়েছে। রাস্তা থেকে দোকানপাট সরানোর আলোচনা হয়েছে। অনেক জায়গায় ফুটপাত ছেড়ে রাস্তায়ও দোকানপাট বসানো হয়।’ এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
He said, ‘We had today’s meeting to discuss the law and order situation in Dhaka. In this meeting, field level officers were present in addition to senior officers of various law enforcement agencies including police and BGB. The law and order situation in the capital has improved more than before, but how to improve it has been discussed. For example, Mohammadpur area was very troublesome. Now it is much calmer than before. Jahangir Alam Chowdhury said, ‘There is also a problem with traffic or congestion. There was a discussion to remove shops from the road. In many places, shops are set up on the streets leaving the footpaths. The Home Affairs Adviser sought the cooperation of journalists in this regard.