BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir said that the heroes of November 7 revolution are ordinary soldiers and people. The revolution of 7 November created the possibility of rebuilding Bangladesh anew. What would have happened to Bangladesh if the martyred President Ziaur Rahman did not come forward that day? This cannot be said. Maybe this country would have become a failed state. He united the nation by leading. He said this in the speech of the chief guest at a discussion meeting at the Abdus Salam Hall of the National Press Club on Tuesday (November 5). The discussion meeting was organized by the Jatiyatabadi Mahila Dal on the occasion of Revolution and Solidarity Day. Mirza Fakhrul said that martyred President Ziaur Rahman united the divided nation and created a light of hope. He established multi-party democracy. Freed the media. He started the trend of bringing in remittances from the garment industry and sending workers from abroad. He revolutionized agriculture through the canal cutting programme. He said that the Awami League government brutally tortured the people for the last 15 years. They have blighted the country’s economy. Has filed a case against our 60 lakh activists. More than 600 activists including Ilyas Ali have gone missing. In July-August, our students shot and killed children. Mirza Fakhrul said, I am thankful to the great Lord that I have finally been able to remove the dictatorship Sheikh Hasina through the movement of students’ determination. He said, Hasina ran away, it is a fact. Sheikh Mujib also escaped in 1971. He does not live in the country. He went to Pakistan. was arrested But he was sitting to be arrested. It’s not about me. It is written in the book of Tajuddin Sahib’s daughter. Calling on the leaders and activists, the secretary general of BNP said that the monster in the chest has moved away. But we have to be alert and aware. No one could break BNP despite many efforts. The biggest strength of BNP is women. Jatiyavadi Mahila Dal president Afroza Abbas also spoke at the meeting – Adviser to BNP Chairperson Tahsina Rushdie Luna. General secretary of the organization Sultana Ahmed was in charge.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ নভেম্বর বিপ্লবের নায়ক সাধারণ সিপাহী ও জনতা। ৭ নভেম্বরের বিপ্লব নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামনে না আসলে বাংলাদেশ কী হতো? এ কথা বলা যায় না। হয়তো এ দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। মঙ্গলবার (৫ নভেম্বর জাতীয়) প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এই আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে একটা আশার আলো তৈরি করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। গণমাধ্যমকে মুক্ত করে দেন। গার্মেন্টস শিল্প ও বিদেশের কর্মী পাঠিয়ে রেমিট্যান্স আনার যে প্রবণতা— এর সূচনা করেছিলেন তিনি। খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব এনেছিলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর ধরে জনগণের ওপর নির্মম নির্যাতন করেছিল। এরা দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। আমাদের ৬০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। ইলিয়াস আলীসহ ৬০০ এর বেশি নেতাকর্মীকে গুম করেছে। জুলাই-আগস্টে আমাদের ছাত্রজনতা, শিশুদের গুলি করে হত্যা করেছে। মির্জা ফখরুল বলেন, অবশেষে ছাত্রজনতার দৃঢ়তার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে সরাতে পেরেছি বলে মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি বলেন, হাসিনা পালিয়ে গেছে এটা একটি সত্য কথা। শেখ মুজিবও পালিয়ে গিয়েছিলেন ১৯৭১ সালে। তিনি দেশে থাকেন নাই। পাকিস্তান চলে গিয়েছিলেন। গ্রেফতার হয়েছিলেন। কিন্তু বসে ছিলেন গ্রেফতার হবার জন্য। এটা আমার কথা না। তাজউদ্দীন সাহেবের মেয়ের বইয়ের মধ্যে লেখা আছে। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, বুকে চেপে থাকা দানব সরে গেছে। কিন্তু আমাদের সজাগ ও সচেতন হতে হবে। বহু চেষ্টা করে কেউ বিএনপিকে ভাঙতে পারেনি। বিএনপির সবচেয়ে বড় শক্তি হচ্ছে নারীরা। জাতীয়বাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ।